মস্কো, ১৮ আগষ্ট- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা। এ উপলক্ষে মস্কোর স্থানীয় একটি রেস্তোরাঁয় গতকাল (১৬ আগস্ট) স্থানীয় সময় বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আরজু। সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক তমাল এস এম পারভেজ। প্রধান অতিথি ছিলেন রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবির প্রদর্শনী। সংগঠনের সাধারণ সম্পাদক তমাল পারভেজের ব্যক্তিগত সংগ্রহে থাকা বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের দুর্লভ ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। এস এম সাইফুল হক ও রফিকুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। পরে ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধুসহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিটের নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন শহিদুল হক, শাহরিয়াজ মিতু, গোলাম ফরিদ ও আবদুল্লাহ-আল-মামুন প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা। তাঁর কোনো তুলনা নেই। তিনি আমাদের স্বাধীনতার প্রাণ পুরুষ। তাঁকে হত্যা করা হয়েছে। কিন্তু তাঁর আদর্শ সদা জীবন্ত। এই আদর্শ বাঙালি জাতিকে নিরন্তর জাগ্রত ও উজ্জীবিত রেখেছে। অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার নেতা-কর্মীসহ মস্কোপ্রবাসী অনেক বাংলাদেশি উপস্থিত ছিলেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wjM6Az
August 18, 2017 at 07:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top