মুম্বাই, ১৬ আগষ্ট- নওয়াজউদ্দিন সিদ্দিকী হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহের মধ্যে রয়েছে; ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়র্ক, পিপলি লাইভ, কাহানি, গ্যাংস অব ওয়েসিপুর, গ্যাংস অব ওয়েসিপুর - ২য় পর্ব, মানঝি, তালাশ, বদলাপুর এবং বজরঙ্গি ভাইজান। স্বজনপোষণ নিয়ে নওয়াজ বলেন, যোগাযোগ থাকলে সুবিধা হয়, সেটা মানছি। তারকার ছেলেমেয়ে হলে ছবি ফ্লপ হলেও ছবির পর ছবি পাওয়া যায়। সবই ঠিক। কিন্তু এসব ভেবে তো কোনও লাভ হবে না। আমি মনে করি, যোগ্যতা থাকলে বারো বছর লাগুক, কুড়ি বছর লাগুক, এমনকী চল্লিশ বছর লাগুক, এক দিন না এক দিন সুযোগ আসবেই। ওটা কেউ চাপতে পারবে না। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে আরও বলা হয়, কলকাতায় এলে এই কথাটা আমার বেশি করে মনে হয়। আমার প্রথম হিট ছবি কাহানি তো এখানেই শুট করা। এত থিয়েটার, এত ভাল ভাল ছবি বাংলায়। পরের জীবনে যেন বাংলায় জন্ম হয়। মনে হয়, এখানে জন্মালে আরও আগে সাফল্যের মুখ দেখতে পেতাম। আর/০৭:১৪/১৬ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uNHhvZ
August 16, 2017 at 01:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন