ফ্লোরিডা, ০২ আগষ্ট- ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর অবকাশযাপন কেন্দ্রে বসেছিল সম্মেলন। আমেরিকা ও কানাডায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন এই সম্মেলনে। এর আয়োজন করেছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা। গত ২৭ থেকে ৩০ জুলাই-চার দিনব্যাপী এই সম্মেলনে চিকিৎসক ও তাঁদের পরিবার-পরিজন মিলিয়ে অংশ নিয়েছেন প্রায় সাত শ অতিথি! উৎসবমুখর হয়ে উঠেছিল অরল্যান্ডোর অবকাশযাপন কেন্দ্র। উৎসবের মূল বাণী ছিল: পারস্পরিক সৌহার্দ্য আর সহযোগিতা। ১৯৮১ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবছর অনুষ্ঠিত হয় আসছে এই সম্মেলন! প্রতিবছরের মতো এবারের সম্মেলনেও ছিল আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা। ছিল শিশু-কিশোরদের জন্য বিনোদনের আলাদা ব্যবস্থা, ছিল শাড়ির একাধিক স্টল। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নারী চিকিৎসকেরা তাতে ভিড় জমিয়েছেন আগ্রহভরে! তবে এবার সম্মেলনে মূল পাওনা ছিল গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নতুন কার্যকরী কমিটি! বিএমএর ইতিহাসে এই প্রথম দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সুস্থ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান ডা. আবু জাফর ওসমান নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বলেন, এ বিজয় বিএমএর প্রতিটি সদস্যের, এ বিজয় গণতন্ত্রের! সম্মেলনের আহ্বায়ক ডা. কবির চৌধুরী বলেন, যাঁরা দূরদূরান্ত থেকে অনেক কষ্ট স্বীকার করে ফ্লোরিডা সম্মেলনে অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আমার ও সম্মেলন কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই। এই সম্মেলনের যেটুকু সাফল্য, তা তোলা রইল বিএমএর সদস্য ও সম্মেলন কমিটির সব সদস্যের ওপর। ব্যর্থতা যদি কিছু থেকে থাকে, তার দায়ভার রইল আমার ওপর। তবে বিএমএর সদস্যরা মনে করেন, সম্মেলন সার্থক হয়েছে। ফ্লোরিডাবাসীর আতিথেয়তা সবাইকে মুগ্ধ করেছে। আলাপ হয় সম্মেলনের আর্থিক কমিটি উপদেষ্টা ও বিএমএর ফ্লোরিডা চ্যাপ্টারের নির্বাচিত সভাপতি ডা. হাসানুজজামানের সঙ্গে। তিনি বলেন, এবারের সম্মেলন দুটি কারণে উল্লেখযোগ্য। প্রথমটি হচ্ছে এই সম্মেলন স্মরণকালের বৃহত্তম সম্মেলন। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, এটি ছিল গণতন্ত্রে উত্তরণের একটি মাইলফলক। নিউইয়র্ক চ্যাপ্টারের নবনির্বাচিত সভাপতি ও নির্বাচন কমিশনের অন্যতম সদস্য ডা. মাসুদুর রহমান বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের ওপর অর্পিত গুরুদায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে। এ নির্বাচন বিএমএকে ভিন্ন মাত্রায় পৌঁছে দেবে বলে আমার বিশ্বাস। নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সভাপতি ডা. রিয়াজ চৌধুরী, নবনির্বাচিত সভাপতি ডা. মোহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামালউদ্দীন, কোষাধ্যক্ষ ডা. মুসতাক সিদ্দিকী, বিজ্ঞান ও সাংস্কৃতিক সম্পাদক ডা. বাসার এম. আতিকুজ্জামান, ইয়াং ফিজিশিয়ান সেক্রেটারি ডা. ইউসুফ আল মামুন, কার্যকরী পরিষদের সদস্য ডা. হামিদ আলম সোহেল, ডা. বেলায়েত হোসেন ও ডা. তাসবিরুল ইসলাম। আর/১০:১৪/০২ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2f8FNta
August 03, 2017 at 06:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top