এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া সেন বিয়ে করেছেন। সম্প্রতি পুনেতে অনাড়ম্বরভাবে পরিবারের লোকজনের উপস্থিতিতে বিয়ে করেন তিনি। দুই বোনের মধ্যে রাইমা বড়। রিয়া ছোট। স্বাভাবিকভাবেই সবার ধারণা ছিল রাইমা আগে বিয়ের পিঁড়িতে বসবেন। এ নিয়ে টলিপাড়ায় দীর্ঘদিন গুঞ্জন চলছিল। কিন্তু তা আর হলো কোথায়? পরে রিয়ার ঘনিষ্ঠজনরা জানায়, দীর্ঘদিনের বন্ধু শিবম তিওয়ারির সঙ্গেই পুণেতে মালা বদল করেছেন তিনি। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব। রিয়ার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছে, গত ১৬ অগাস্ট বিয়ের অনুষ্ঠানটি হয়ে গেছে। বিয়ে সম্পর্কে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু জানা যাচ্ছে না। তবে ওয়েব পোর্টাল পিঙ্কভিলা সূত্রে জানা গেছে, রিয়া নাকি অন্তঃসত্ত্বা। সেই জন্য এত তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ২০০১ সালে স্টাইল চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রিয়া সেনের। শরমন জোশি ও সাহিল খানকে দেখা গিয়েছিল তার সঙ্গে অভিনয় করতে। পরে কেয়ামত, ঝঙ্কর বিটসর মত চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বেশ কয়েকটি দক্ষিণের চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে এখন মন দিয়েছেন টলিউডে। অভিনয় করেছেন লোনলি গার্ল অ্যা সাইকোলজিক্যাল থ্রিলার নামের একটি হিন্দি শর্টফিল্মেও। সম্প্রতি রাগিনী এমএমএস-এর রাগিনী এমএমএস-টুতে অভিনয় করার কথা রয়েছে। এছাড়া বিগ বস সিজন ১১তেও অংশ নেয়ার কথা রয়েছে রিয়ার। আপাতত তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছে ভক্তরা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wjjh8p
August 20, 2017 at 02:50AM
19 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top