কলকাতা, ১৭ আগস্টঃ রাজ্যের সাতটি পুরসভাই তৃণমূলের দখলে। হলদিয়া, পাঁশকুড়া, দুর্গাপুর, নলহাটি, কুপার্স ক্যাম্প, বুনিয়াদপুর, ধূপগুড়ি সবেতেই নিরঙ্কুশ জয় জোড়া ফুলের। ঝাড়গ্রামে একটি পুনর্নিবার্চনেও জয়ী তৃণমূল।
আজ সকাল ৮টা থেকে নলহাটি, হলদিয়া, পাঁশকুড়া, বুনিয়াদপুর, ধূপগুড়ি, দুর্গাপুর এবং কুপার্স ক্যাম্প সমেত মোট সাত পুরসভার ভোটগণনা শুরু হয়েছিল। গত রবিবার হয়েছিল ভোটগ্রহণ।
হলদিয়া
২৯টি ওয়ার্ডের মধ্যে ২৯টিতেই জিতে হলদিয়া পুরসভা দখলে রাখল তৃণমূল। তবে ভোটের পরিমান বাড়িয়ে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি।
পাঁশকুড়া
১৮টি আসনের এই পুরসভায় ১৭টি ওয়ার্ডেই জয়লাভ করেছে তৃণমূল। ৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী। ৪ এবং ১৫ নম্বর ওয়ার্ড আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল রাজ্যের শাসক দল।
নলহাটি
নলহাটি পুরসভা দখলে রাখল তৃণমূল। ১৬ ওয়ার্ডের এই পুরসভার ১৪টি ওয়ার্ডেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। অন্য ২টি আসনের মধ্যে একটিতে ফরওয়ার্ড ব্লক ও একটিতে নির্দল প্রার্থী জয়লাভ করেন। ১ নম্বর ওয়ার্ড দখল করেছে ফরওয়ার্ড ব্লক।
দুর্গাপুর
৪৩টির মধ্যে সবকটিতেই জয়ী রাজ্যের শাসক দল। আজ ৪২টি ওয়ার্ডের ভোটগণনা করা হয়। একটি ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল কংগ্রেস।
ধূপগুড়ি
১৬ ওয়ার্ডের এই পুরসভায় ১২টি আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসকদল। ৪টি ওয়ার্ড দখল করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থীরা ১, ৮, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন।
বুনিয়াদপুর
প্রথমবারের ভোটই বুনিয়াদপুর পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ১৪ আসনের এই পুরসভায় ১৩টি ওয়ার্ডই দখল করেছে রাজ্যের শাসক দল। ১২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী
কুপার্স ক্যাম্প
সমস্ত ওয়ার্ডে জিতে কুপার্স ক্যাম্প পুরসভা দখলে রাখল তৃণমূল। ১২ ওয়ার্ডের এই পুরসভায় ১১টি আসনে ভোট হয়েছিল। আগেই ৬ নম্বর ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল রাজ্যের শাসকদল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uLylva
August 17, 2017 at 06:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন