জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল কালাম। সভায় ক, খ ও গ গ্রুপের হিফ্জ প্রতিযোগিতার মোট ৯জন বিজয়ীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা হচ্ছে, ‘ক’ গ্রুপে ১ম হয়েছেন চর নবাবগঞ্জ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবু রায়হান, ২য় ফকিরপাড়া হাফিজিয়া ক্বেরাতিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুর রহমান ও ৩য় একই মাদ্রাসার শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান। ‘খ’ গ্রুপে নবাবগঞ্জ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেন, ২য় পাঠানপাড়া হাফেজিয়া ও ক্বেরতিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ নুরুজ্জামান ও ৩য় একই মাদ্রাসার মোহাঃ মুরশালিন। ‘গ’ গ্রুপে ১ম ঘুঘুডিমা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম, ২য় নবাবগঞ্জ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ উমর ফারুক ও ৩য় পাঠানপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান।
এসময় ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, জেলার সকল উপজেলায় একই কর্মসুচীর আয়োজন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৭
এসময় ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, জেলার সকল উপজেলায় একই কর্মসুচীর আয়োজন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2uLsndI
August 17, 2017 at 08:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন