দক্ষিণ সুরমায় প্রাইভেট কারে আগুন লেগে দুইজন নিহত

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকায় একটি প্রাইভেট কারে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন চালক ও অপরজন নগরীর একটি স্কুলের শিক্ষার্থী। আগুনে পুড়ে দুজনের শরীরই অঙ্গার হয়ে যায় বলে জানান মোগলবাজার থানার ওসি খায়রুল ফজল।

জানা যায়, নিহতের আসিফ আলী (১৫) নগরীর ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনার স্কুলের ছাত্র এবং নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা বালাগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা আসবাহ উদ্দিন লিটুর ছেলে। অপরজন প্রাইভেট কারের চালক শোভন আহমদ পলাশ (২২)। তিনি জালালাবাদ থানাধীন টুকেরবাজারের টুকেরগাঁওয়ের সিরাজ উদ্দিনের ছেলে।

ওসি খায়রুল ফজল জানান, নিয়ন্ত্রণ হারানোর পর প্রাইভেট কারটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় গাড়িতে আগুন লেগে যায়। এতে গাড়ির ভেতরে থাকা চালক ও এক যাত্রী পুড়ে প্রায় অঙ্গার হয়ে যান।

তিনি বলেন, অধিক বিকৃত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wiE2Qn

August 30, 2017 at 09:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top