সুরমা টইমস ডেস্কঃ চলতি বছর হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী হজযাত্রী রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ও শুক্রবার মারা যান তারা। এ নিয়ে চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া ১২ ব্যক্তি মারা গেলেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। আজ শনিবার ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
হজ বুলেটিন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় বরিশাল সদরের আবুল কাশেম মো. শাহজাহান মক্কার ফারদান হোটেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার পিলগ্রিম নম্বর-১০৬৪০৭৬। পাসপোর্ট নম্বর- বিএম ০৬৬৮৯৪৯।
গত শুক্রবার সকাল ৮টায় রাজধানীর দক্ষিণ খানের বাসিন্দা শরিফা বেগম মক্কায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার পিলগ্রিম নম্বর-০৭৯৩০৩৮। পাসপোর্ট নম্বর- বিএম ০৬৮৬৫৭১। এ ছাড়া চাঁদপুর জেলার মো. আবু জাফর শুক্রবার পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার পিলগ্রিম নম্বর-০০৯৮২৩৫। পাসপোর্ট নম্বর-বিএম ০৯৩০৮১৭।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vwT1UC
August 12, 2017 at 11:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.