তিস্তায় তলিয়ে গেল গাড়ি, নিখোঁজ তিন ফুটবলার

শিলিগুড়ি, ১১ আগস্টঃ সিকিমের রেনক থেকে ফেরার পথে রংপোর কাছে শুক্রবার দুপুরে পাঁচ ফুটবলারে নিয়ে তিস্তায় তলিয়ে গেল একটি গাড়ি। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত বাকি ফুটবলারদের সন্ধান পাওয়া যায়নি। জানা গিয়ছে, ওই ফুটবলাররা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন (আরআরবি) জওয়ান।

পুলিশ সূত্রের খবর, সিকিমের রেনকে ফুটবল ম্যাচ খেলে ফেরার সময় পাঁচ ফুটবলারকে নিয়ে দুপুর দুটো নাগাদ গাড়িটি তিস্তায় পড়ে যায়। দূর্ঘটনাটি ঘটে সিকিম ডিস্টিলারির সামনে। গাড়িটি ফিরছিল পশ্চিম সিকিমের টিপ্পোলি ক্যাম্পে। এখানেই ওই জওয়ানরা কর্মরত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, হালকা বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জলে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে জার্সি, বুট, মোজা জলে ভাসতে দেখে স্থানীয়রা বুঝতে পারেন গাড়িটিতে খেলোয়াড়রা ছিলেন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে সিকিম পুলিশ, সিভিল ডিফেন্স এবং দমকল বাহিনী। ঘন্টাখানেকের চেষ্টায় উদ্ধার করা হয় গেলসেং তামাং ও পূর্ণকুমার প্রধানকে। তাদের চিকিত্সা চলছে সিকিম হাসপাতালে। তবে দুজনরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। পিঞ্চু ভুটিয়া, নিম গ্যাত্সো ভুটিয়া ও শৈলেশ গুরুংয় নামে অপর তিন খেলোয়াড়ের খোঁজ মেলেনি। বৃষ্টির জন্য ব্যাহত উদ্ধারকার্য।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wPC1IH

August 11, 2017 at 10:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top