তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় জামিন পেলেন সাংবাদিক আব্দুল লতিফ

সুরমা টাইমস ডেস্ক : তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলের বিচারক নুসরাত জাবিন শুনানি শেষে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তার এ জামিন মঞ্জুর আদেশ দেন।

সাংবাদিক লতিফের পক্ষে তার আইনজীবী ১০ হাজার টাকার বন্ড জমা দেন আদালতে। আদেশে বলা হয়, এ মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

৩১ জুলাই রাত আড়াইটার দিকে সাংবাদিক লতিফকে পুলিশ গ্রেফতার করে। আর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সাংবাদিক আব্দুল লতিফের পক্ষের আইনজীবী মতিয়ার রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার আব্দুল লতিফকে আদালতে হাজির করা হয়নি। তার অনুপস্থিতিতে শুনানির শেষে জামিন আদেশ নেওয়া হয়েছে। এ আদেশের কপি কারাগারে যাওয়ার পরই সে মুক্ত হবে।

প্রসঙ্গত, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিতরণকৃত ছাগলের মৃত্যুর ঘটনা নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে প্রতিমন্ত্রীর পাসপোর্ট ছবি ব্যবহার করার কারণে অপর এক সাংবাদিক সুব্রত ফৌজদার এ মামলাটি দায়ের করেন।

সাংবাদিক লাতিফকে গ্রেফতারের ঘটনায় খুলনার সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি তার নিজ এলাকা ডুমুরিয়ায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের (এফসিডিআই) আওতায় কয়েকজন দুস্থের মাঝে হাঁস,মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের এক ব্যক্তির পাওয়া ছাগল ওইদিন রাতেই মারা যায়। যা বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনায় ফেসবুকে একটি পোস্ট করার অভিযোগে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন সুব্রত ফৌজদার।

এজাহারের উদ্ধৃতি দিয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন,প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়া সংক্রান্ত বিষয়টি ফেসবুকে দিয়েছেন লতিফ। এতে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন বাদী।

ওসি বলেন,মামলার সঙ্গে কিছু নথি জমা দিয়েছেন বাদী। তার জমা দেওয়া নথিতে সংশ্লিষ্ট বিষয়টি ফেসবুকে দেওয়ার আলামত রয়েছে। মামলার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাংবাদিক লতিফকে গ্রেফতার করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vpfUev

August 02, 2017 at 10:38PM
02 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top