শ্রীনগর, ১৬ আগস্টঃ কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অভিযোগ উঠেছিল বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই মামলায় আজ ফের জম্মু-কাশ্মীরের ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনআইএ। বারমুলা, শ্রীনগর, হান্ডোয়ারা জেলার মোট ১২টি জায়গায় তল্লাশি চালানো হয় বলে তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। এই মামলায় অভিযুক্তদের সঙ্গে যুক্ত এমন কয়েকজনের বাড়িতেই তল্লাশি চালানো হয়েছে।
প্রসঙ্গত, এরআগে দিল্লি, শ্রীনগর, হরিয়ানার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এনআইএ-র আধিকারিকরা। সেইসময় সইদ আলি শাহ গিলানির ছেলে সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী নেতাদের জেরা করা হয়েছিল। গত ২৪ জুলাই এই মামলায় সাতজন অভিযুক্তকে গ্রেফতার করে এনআইএ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2w9UfZ1
August 16, 2017 at 06:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন