মা-বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

চৌদ্দগ্রাম প্রতিনিধি ● চৌদ্দগ্রামে মা-বাবার সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মীম আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী।

মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মীম উপজেলার কাশীনগর ইউনিয়নের হিলালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

শিক্ষক-শিক্ষিকা মোস্তফা কামাল ও নাছরিন সুলতানার মেয়ে। সে কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে অভিমান করে মীম আক্তার বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

বুধবার সকালে পাশ্ববর্তী বসন্তপুর গ্রামে মীমের নানার বাড়ি এলাকায় নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

বুধবার দুপুরের দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের কর্মরত ওয়ার্ড বয় নেকবর হোসেন জানান, মীম নামের একটি মেয়ে মঙ্গলবার রাতে এখানে ভর্তি হয়েছিল। রাতেই সে মারা যায়।

নিহতের পরিবারের লোকজন মরদেহর নিয়ে গেছে বলে জানান তিনি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সলজানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দেখি।

The post মা-বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2uFF9FH

August 09, 2017 at 04:26PM
09 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top