নয়াদিল্লি, ১১ আগস্টঃ পহলাজ নিহালনিকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে (সিবিএফসি)-র চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিল কেন্দ্র। বোর্ডের প্রধান হিসেবে তাঁর জায়গায় আিনা হয়েছে বিজ্ঞাপনী ব্যক্তিত্ব, কবি ও গীতিকার প্রসূন জোশী। এছাড়া বোর্ডের অন্যতম সদস্য হিসেবে থাকছেন বিদ্যা বালান।
নিহালিনি চেয়ারম্যানপদে অধিষ্ঠিত থাকাকালীন সিবিএফসি-কে একের পর এক বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল, যার ফলে অসন্তোষ ছড়িয়েছিল চলচ্চিত্র মহলে। উড়তা পাঞ্জাব, জেমস বন্ড, লিপস্টিক আন্ডার মাই বোরখার মত চলচ্চিত্রের নির্মমভাবে কাটছাঁটের নির্দেশ নিয়ে সেন্সর বোর্ডকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নিহালিনির কাজে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অবশেষে কেন্দ্র জানালো নতুন সিদ্ধান্ত। ১১ আগস্ট থেকেই নতুন দায়িত্ব নিলেন জোশী। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগামী তিন বছরের জন্য এই পদে থাকছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vManzp
August 11, 2017 at 09:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন