“অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয় দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার”-প্রধানমন্ত্রী

সুরমা টাইমস ডেস্ক:; অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাকিব আল হাসান ও তামিম ইকবালের দুর্দান্ত নৈপুণ্যে ঐতিহাসিক এই জয় প্রধানমন্ত্রী উদযাপন করেছেন মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা উড়িয়ে।

দুই টেস্টের এই সিরিজের প্রথমটিতে বুধবার অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এই জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

“তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয় দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার।”

ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের মধ্যে অস্ট্রেলিয়ার সাত উইকেট পড়ে গেলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। সেই বিজয় উদযাপনে লাঞ্চ ব্রেকের পর স্টেডিয়ামে উপস্থিত হন খোদ প্রধানমন্ত্রী।

মেয়ে সায়মা হোসেন পুতুলের ছেলে জারিফও এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হেইজেলউডের উইকেট তুলে নিলে প্রধানমন্ত্রী আসন থেকে উঠে দাঁড়ান। পাশে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় সরকারপ্রধানের হাতে তুলে দেন জাতীয় পতাকা।

নাতিকে পাশে নিয়ে সেই পতাকা উড়িয়ে বাংলাদেশের বিজয় উদযাপন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vskZnA

August 30, 2017 at 08:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top