ম্যানিটোবা, ৩১ জুলাই- গত ২৩ জুলাই রোববার কানাডিয়ান এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে প্রোটেজ-লা-প্রেইরির আই ল্যান্ড পার্কে বার্ষিক পিকনিক-২০১৭ অনুষ্ঠিত হয়। নয়নাভিরাম আই ল্যান্ড পার্ক ম্যানিটোবার রাজধানী থেকে ১১০ কিলোমিটার দূরে। সকাল ১০ টা থেকে বাংলাদেশিরা পিকনিক স্থলে আসতে শুরু করেন। পিকনিক স্থলটি শত শত বাংলাদেশিদের মিলনমেলাতে পরিণত হয়। দীর্ঘদিন ধরে এর প্রচার-প্রচারণার ফলে প্রচুর লোকের সমাগম হয়। সকালে নাস্তার মধ্যদিয়ে পিকিনিকের কার্যক্রম শুরু হয়। বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন খুশি তেমন সাজ, চকলেট দৌড়, ফ্রিজেট স্পিনাট গেম, কক ফাইট, ১০০ মিটার দৌড়, মেয়েদের সুঁই সুতা দৌড়, পিলো পাসিং, পুরুষদের হাড়িভাঙ্গা, ভলিবল খেলা ইত্যাদি অনুষ্ঠিত হয়। দুপুরের খাবারে ছিল বাংলাদেশের বিভিন্ন স্বাদের খাবার। এরপর পুরস্কার বিতরণীর পর বৈকালিক চা চক্রের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। কানাডিয়ান এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সি বি এ) এর সভাপতি নাসরিন মাসুদ বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণকে স্বাগত জানান। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সি বি এ এর অন্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, হেলাল মহিউদ্দীন (সহ-সভাপতি), ফায়সাল শিবলি (সাধারণ সম্পাদক), মোঃ রবিউল ইসলাম খান (সহ সাধারণ সম্পাদক), এস এম এ রানা (কোষাধ্যক্ষ), রেজা কাদির (জনসংযোগ সম্পাদক), মোঃ ওয়ালিউল্লাহ (সাংস্কৃতিক সম্পাদক), মোঃ মানিক হোসেন ও মোস্তারিনা বেগম (সহ-সাংস্কৃতিক সম্পাদক), এবং মোঃ শামিম চৌধুরী ও শামিলা কায়সার (সহ-ক্রীড়া সম্পাদক)। সূত্রঃ সিবিএন২৪ আর/১০:১৪/৩১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vYHXzj
August 01, 2017 at 07:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top