দোহা, ১৬ আগষ্ট- কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় রাজধানী দোহার আল হেলালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তা এবং আওয়ামী লীগ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় পূর্বে দূতাবাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও প্রথম সচিব নাজমুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আব্দুল জলিল। পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রেরিত বাণী পাঠ করে শোনান শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন কাউন্সেলর কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল। এরপর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাণী পাঠ করে শোনান প্রথম সচিব রবিউল ইসলাম। সবশেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব আসগর হোসাইন। অনুষ্ঠানে দূতাবাসে সদ্য যোগ দেওয়া তৃতীয় সচিব এ কে এম মুনিরুজ্জামানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তৃতায় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হলে শোককে শক্তিতে পরিণত করে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন করতে হবে। আর/১৭:১৪/১৬ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vCFU5R
August 17, 2017 at 12:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top