ক্যানবেরা, ১৬ আগস্ট- বোর্ডের সঙ্গে চলমান সমস্যা মিটিছে। তাই নির্দিষ্ট সময়ে বাংলাদেশ সফরে আসবে টিম অস্ট্রেলিয়া। মুশফিকবাহিনীর বিপক্ষে নামার আগ মুর্হুতে নিজেদের শানিয়ে নিতে ব্যস্ত ওয়ার্নার-স্মিথরা। তারই ধারাবাহিকতায় ডারউইনে নিজেদের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে বাউন্সারের আঘাতে মাঠ ছাড়তে হয়েছিল অজি টিমের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে। নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় দিনে মঙ্গলবার জশ হ্যাজেলউডের বাউন্সার ঠিকমতো খেলতে না পারায় ওয়ার্নারের ঘাড়ে আঘাত হানে। আঘাতের পর মাটিতে পড়ে যান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে অস্ট্রেলিয়ার টিম ডক্টর রিচার্ড স এর সঙ্গে মাঠ ছাড়েন ৩০ বছর বয়সি এ তারকা। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানানো হয় অস্ট্রেলিয়ান এ ওপেনারের চোট গুরুতর নয়। সুস্থ থাকায় আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। তার অসুস্থতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার জানিয়েছে, গলায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর ডেভিড ওয়ার্নার সুস্থ আছেন। মেডিক্যাল পরীক্ষায় পাস করেছেন তিনি। বুধবার সকালে মাঠে নামতে পারেন তিনি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x3Pfl7
August 16, 2017 at 10:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন