শেষ হলো ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা

শেষ হলো চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট শিশু পার্কে ৭ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা। রবিবার বিকেলে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদার সভাপতিত্বে সমাপনী বৃক্ষ মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. সাইফুর রহমান। এ সময় কৃষক সংগঠন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের বিভাগের বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ নিয়ে স্টল দেয়া ২৫টি স্টলের মধ্যে বিজয়ী স্টলের মালিকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে ১ম হয় মনামিনা কৃষি খামার, ২য় হয় বাশার বনসাই, যুগ্মভাবে ৩য় হয় জেএমটি নার্সারী ও এসিআই এগ্রিবিজনেস।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2vCC3q8

August 06, 2017 at 08:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top