পুলিশি জেরার মুখে অভিনন্দন

শিলিগুড়ি, ৮ আগস্টঃ পাঁচকেলগুড়ির জোড়া খুনের ঘটনায় ব্যবসায়ী অভিনন্দন সাহাকে আজ জিজ্ঞাসাবাদের জন্য এনজেপি থানায় নিয়ে আসা হল। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার পরই সোজা থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

গত বুধবার নিউ জলপাইগুড়ির পাঁচকেলগুড়ি এলাকায় ভালোবাসা মোড়ে নিজের বাড়িতে খুন হন রীতা সাহা (৩০) ও তাঁর মেয়ে পায়েল (১০)। অভিনন্দন রক্তাক্ত অবস্থায় ব্যালকোনি থেকে চিত্কার করে প্রতিবেশিদের ডেকেছিলেন। প্রতিবেশিদের ও পুলিশকে তিনি জানিয়েছিলেন, দুষ্কৃতীরা ঘরে ঢুকে স্ত্রী ও মেয়েকে খুন করেছে। তাঁকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে। কিন্তু খুন ও অভিনন্দনবাবুর জখমের ধরন দেখে পুলিশের আগেই সন্দেহ হয়েছিল। সিসিটিভি ফুটেজ ও ঘটনাক্রম দেখে তাদের সন্দেহের তালিকায় এক নম্বরে ছিলেন অভিনন্দন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hGaDKj

August 08, 2017 at 06:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top