কঠোর মনিটরিং ও খাতার অবমূল্যায়নে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়

প্রেস বিজ্ঞপ্তি ● পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর মনিটরিং ও খাতা যথাযথভাবে মূল্যায়ন না করাতে কুমিল্লা শিক্ষাবোর্ডে সম্প্রতি বছরগুলোতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় হচ্ছে । বুধবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বি-মাসিক মুখপত্র ক্যাম্পাস বার্তার আয়োজনে অনুষ্ঠিত কুমিল্লা অঞ্চলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথাগুলো বলেন।

কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু তাহের। মানসম্মত শিক্ষা অর্জনে প্রধান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যাসমূহের বাস্তব ভিত্তিক সমাধানে সুপারিশ প্রদান ও সুপারিশ সমূহ বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন,  পরীক্ষা যদি সারাদেশে একইভাবে নেয়া হয়, তাহলে কুমিল্লা বোর্ডে কেন ফল বিপর্যয় ঘটবে? ইংরেজিতে ৩৮ শতাংশ অকৃতকার্য হওয়ার বিষয়ে বক্তারা বলেন, শুধুমাত্র কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরাই কি ইংরেজিতে খারাপ, শুধুমাত্র কুমিল্লা বোর্ডের ছাত্ররাই কি ফেসবুকে আসক্ত- যদি তা না হয় তাহলে ফলাফলের বিরূপ প্রভাব কুমিল্লা বোর্ডের ওপর পড়তে যাবে কেন? কেনই বা মেধাবী ছাত্ররা আত্মহত্যার পথ বেছে নিতে যাবে? বক্তারা বলেন, শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকের সমন্বয়, সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, সারদেশে এক ধরনের মনিটরিং ব্যবস্থা চালু করলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ আসাদউল্ল্যাহ, মাওশি’র সহকারি পরিচালক মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, প্রাবন্ধিক ও কলামিষ্ট এম এ আজিজ, গোল্ড সিলভার হোম্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ফারুক আহম্মেদ, এড.মোখলেছুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের গবেষনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, দৈনিক ডাক প্রতিদিন সম্পাদক ধ্যক্ষ শফিকুর রহমান, দৈনিক শিরোনম সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁঞা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড.রাজু আহম্মেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাছুম মিল্লাত মজুমদার, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম খলিল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মশিউর রহমান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক বাকিবুল হক পাভেল, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হোসেন কবীর, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খান, নিউ এইজ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ইয়াসমীন রীমা, কুমিল্লা প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ও ১৭ টিভির কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪’র কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয়, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মাহ্ফুজ নান্টু, যমুনা টিভি কুমিল্লা প্রতিনিধি খালেদ সাইফউল্ল্যাহ, ডেইলি স্টার পত্রিকার কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক কুমিল্লার কাগজের প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহাবুবসহ প্রমুখ।

The post কঠোর মনিটরিং ও খাতার অবমূল্যায়নে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয় appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2vLkeD3

August 17, 2017 at 06:11PM
17 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top