সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সকল হজযাত্রীকে ভিসা প্রদান করেছে

সুরমা টাইমস ডেস্ক:: পবিত্র হজ পালনের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সকল হজযাত্রীকে ভিসা প্রদান করেছে।
১৫ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৪ আগস্ট পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন হজযাত্রীকে ভিসা দিয়েছে।
এতে আরও বলা হয়, এ বছর পবিত্র হজব্রত পালনের জন্য ঢাকায় সৌদি দূতাবাসে বাংলাদেশের আর কোনো হজ যাত্রীর ভিসার আবেদন বাকি নেই।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ৩০ আগস্ট পবিত্র হজ হতে পারে। সে হিসেবে ১৭ আগস্ট পর্যন্ত হজযাত্রীদের ভিসা দেওয়ার কথা সৌদি সরকারের; বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট সৌদি আরব যাবে ২৬ আগস্ট।
এবার ভিসা জটিলতা, টানা দ্বিতীয়বারের হজযাত্রীদের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধি এবং বাসা ভাড়ায় বিলম্বসহ নানা কারণে হজযাত্রায় জটিলতা দেখা দেয়। বাতিল করতে হয় অনেকগুলো হজ ফ্লাইট।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2w1cgs5

August 16, 2017 at 05:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top