মালদা, ২৩ আগস্টঃ মহানন্দা শান্ত হলেও ক্রমশ বিধ্বংসী হচ্ছে বেহুলা নদী। বেহুলার ছোবলে এবার বাইপাসও। বেহুলা ব্রীজের পাশে ধসে গিয়েছে নির্মীয়মান বাইপাসের একাংশ। ব্রীজে ফাটল দেখা যাওয়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। পুরাতন মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় দু কিলোমিটার অংশ এখন জলের তলায়। বেহুলা বিধ্বংসী রূপ নেওয়ায় রাত থেকেই পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি ছাড়া ছোট গাড়ি চলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। জলের তলায় জাতীয় সড়কের বিশাল অংশ। আটকে রয়েছে পণ্যবাহী অনেক লরি। পণ্য পরিসেবা যাতে স্বাভাবিক থাকে সে জন্য প্রশাসন এই নিয়ে তত্পরতা শুরু করেছে।
এদিকে টাঙন নদীর জলে পুরাতন মালদার যাত্রা ডাঙার গ্রাম প্লাবিত হয়েছে। জলবন্দী কয়েক হাজার মানুষ। রাত থেকে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। বেহুলা-মহানন্দা যেভাবে জলস্তর বাড়ানোর প্রতিযোগীতায় নেমেছে তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। প্লাবিত এলাকাগুলিতে ত্রাণ নিয়ে ক্ষোভের পাশাপাশি দেখা দিয়েছে হাহাকার। পুরসভার প্লাবিত এলাকাগুলিতে নানা রোগ ব্যাধির উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে রয়েছেন পুরাতন মালদার মানুষ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wDs2t8
August 23, 2017 at 01:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন