ঢাকা, ০৪ অগাস্ট- বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এবার আইকন খেলোয়াড়দের দাম নির্ধারণ করে দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল। এটি ছেড়ে দেয়া হয়েছে খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজিদের উপর। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হওয়ার কথা আইকন খেলোয়াড়দের মূল্য। গত দুই আসরে চিটাগং ভাইকিংস দলকে নেতৃত্ব দেয়া তামিম ইকবালকে এবার দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জানা গেছে, এই আসরের জন্য তামিম ইকবালকে প্রায় ৮৫ লাখ টাকা দিবে দলটি। ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়া দলটি গত আসরে প্লে-অফ পর্বে খেলতে পারেনি। তাই এবার শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার বেশিরভাগ দলেই আইকন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা মাশরাফি বিন মর্তুজা এবার যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। গতবার বরিশাল বুলসের হয়ে খেলা মুশফিকুর রহিম এবার খেলবেন রাজশাহী কিংসের হয়ে। আর গত আসরে রাজশাহীর হয়ে খেলা সাব্বির রহমান এবার খেলবেন সুরমা সিক্সার্স সিলেটের হয়ে। সৌম্য সরকার গত আসরে রংপুরের হয়ে খেলেছিলেন। এবার চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন তিনি। বিপিএলের নতুন আইকন মুস্তাফিজুর রহমান খেলবেন বরিশাল বুলসের হয়ে। অন্যদিকে, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে তাদের দল ছাড়েনি। গত আসরের মতো এবারো ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আর খুলনা টাইটান্সের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v0yol6
August 04, 2017 at 07:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top