শিলিগুড়ি, ২১ আগস্টঃ রোগিণীকে শ্লীলতাহানির অভিযোগে মার খেলেন একটি নার্সিংহোমের রেসিডেন্ট মেডিকেল অফিসার। সোমবার শিলিগুড়ির হাকিমপাড়ায় এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। যদিও ঘটনায় মূল অভিযুক্ত চিকিৎসক পালিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার প্রসবের জন্য ওই নার্সিংহোমে ভরতি হন প্রধাননগরের বাসিন্দা এক গৃহবধূ। শুক্রবার তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। তারপর থেকে ওই নার্সিংহোমেই চিকিৎসাধীন ছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, রবিবার রাতে তাঁর শ্লীলতাহানি করেন এক চিকিৎসক। সোমবার ঘটনার কথা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলার পরিবারের সদস্যরা। অভিযুক্ত চিকিৎসক ও রেসিডেন্ট মেডিকেল অফিসার অমিত দাসকে মারধর করা হয়। পরে পালিয়ে যান ওই চিকিৎসক। আহত অমিত দাসকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। যদিও নার্সিংহোমের মালিক ও অন্য এক চিকিৎসকের বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগ করেছে ওই রোগিণীর পরিবারের সদস্যরা। ঘটনার জেরে এলাকায় গিয়েছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fXP47D
August 21, 2017 at 12:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন