নাচোলে মসজিদ ভেঙ্গে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার শত বছরের পুরাতন মসজিদ ভেঙ্গে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ড মসজিদ রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধন কর্মসুচিতে নাচোল বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির আহবায়ক কামাল আহম্মেদুজ্জোহা পলাশ, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল পৌর সভার প্যানেল মেয়র ফারুক আহমেদ, আওয়ামী লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল শামীম, এ্যাড মোস্তাফিজুর রহমান বুলেট, নাচোল প্রেসকাবের সভাপতি আব্দুস সাত্তার, আদিবাসী নেত্রী রঞ্জনা রানী প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মানুষের ধর্মীয় মুল্যবোধে আঘাত হেনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ কর্তৃপক্ষ শত বছরের পুরাতন মসজিদ ভেঙ্গে নতুন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে মসজিদস্থলে দোকানঘর নির্মাণের জন্য দরপত্রও আহবান করা হয়েছে। বক্তারা বলেন, ‘ বাসস্ট্যান্ড বাজারে ১শ ৪টি দোকানঘর বিশিষ্ট মার্কেট থাকলেও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান ও এক সদস্য মার্কেট নির্মাণের তৎপরতা চালাচ্ছেন। দুর্নীতির আশ্রয় নিয়ে তারা গোপনে ইতোমধ্যে দোকানঘর বরাদ্দও দিয়ে দিয়েছেন’। বক্তারা, মসজিদস্থলে দোকান ঘর নির্মাণের উদ্যোগ বন্ধ করার দাবি জানান অন্যাথায় কঠোর আন্দোলন কর্মসুচি হাতে নেয়া হবে বলে ঘোষণা দেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2w5I7aY

August 17, 2017 at 10:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top