বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে ব্রীজ

বালুরঘাট, ১২ আগস্টঃ বৃষ্টির তোড়ে ধসে গিয়েছে রাস্তার মাটি। বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে বালুরঘাট শহরের সুভাষ কর্ণার এলাকার ব্রীজ। অ্যাপ্রোচ রোড ও ব্রীজের সংযোগস্থলেই তৈরি হয়েছে বিরাট গর্ত। রাস্তার নীচ থেকে সরে গিয়েছে মাটি। পূর্ত দপ্তরের তরফে ওই গর্তে বালির বস্তা দিয়ে মেরামতের জন্য দেওয়া হলেও প্রবল বর্ষণে সেই বালির বস্তাও সরে গিয়েছে। ফলে দূর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। রাস্তার মাঝে সৃষ্টি হয়েছে ফাটলের। অবিলম্বে রাস্তা মেরামতির দাবি তুলেছে শহরবাসী।

এই ব্রীজটি বালুরঘাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রাস্তার সংযোগস্থল ওই ব্রীজ। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান রাজেন শীল বলেন, মেরামতির জন্য পূর্ত দপ্তরকে জানানো হয়েছে। নজর রাখা হচ্ছে ব্রিজের ওপর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uAsx38

August 12, 2017 at 09:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top