এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শহীদ আফ্রিদি। তবে এখনো যে ফুরিয়ে যাননি, সেটা ভালোমতোই স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের এই মারমুখী ব্যাটসম্যান। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি খেলেছেন ৪৩ বলে ১০১ রানের বিস্ফোরক ইনিংস। তাঁর দল হ্যাম্পশায়ারও পেয়েছে ১০১ রানের বিশাল জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছিলেন আফ্রিদি। ১৩ ওভারের মধ্যেই তিনি পূর্ণ করে ফেলেন শতক। ৪৩ বলে ১০১ রানের ইনিংসটি খেলার পথে তিনি মেরেছেন ১০টি চার ও সাতটি ছয়। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতকটি করার পথে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছেন আফ্রিদি। ৬৫ রানের মাথায় তাঁর ক্যাচ মিস করেছিলেন মেডসন। আফ্রিদির এই ঝড়ো শতকে ভর করে হ্যাম্পশায়ার সংগ্রহ করেছিল ২৪৯ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ডার্বিশায়ার গুটিয়ে যায় ১৪৮ রানে। ঝড়ো শতকের পর তিন ওভার বোলিংও করেছিলেন আফ্রিদি। কিন্তু বল হাতে কোনো সফলতা পাননি। তিন ওভার বোলিং করে দিয়েছিলেন ২৮ রান। এমএ/ ০৩:৫৩/ ২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2veiXn8
August 23, 2017 at 09:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন