কলকাতা, ২৮ আগস্টঃ দার্জিলিং পাহাড়ের অচলাবস্থা নিরসনে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে নবান্নে। এই বৈঠকে যোগ দিতে মোর্চা নেতা বিনয় তামাং-এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আজ কলকাতা পৌঁছন।
নবান্ন সূত্রে খবর, পাহাড়কে স্বায়ত্তশাসন দেওয়া, সাম্প্রতিক অশান্তির ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ইত্যাদি দাবি সরকার মেনে নিতে পারে। তবে আগে তাঁরা পাহাড়ে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ওপরে বিশেষ গুরুত্ব দেবেন। চলতি বছরের মধ্যে জিটিএ নির্বাচন যাতে হয় সেই প্রস্তাবও সরকার দেবে বলে মনে করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wWg5yU
August 28, 2017 at 10:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন