পাহাড় নিয়ে আগামীকাল বৈঠক নবান্নে

কলকাতা, ২৮ আগস্টঃ দার্জিলিং পাহাড়ের অচলাবস্থা নিরসনে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে নবান্নে। এই বৈঠকে যোগ দিতে মোর্চা নেতা বিনয় তামাং-এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আজ কলকাতা পৌঁছন।

নবান্ন সূত্রে খবর, পাহাড়কে স্বায়ত্তশাসন দেওয়া, সাম্প্রতিক অশান্তির ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ইত্যাদি দাবি সরকার মেনে নিতে পারে। তবে আগে তাঁরা পাহাড়ে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ওপরে বিশেষ গুরুত্ব দেবেন। চলতি বছরের মধ্যে জিটিএ নির্বাচন যাতে হয় সেই প্রস্তাবও সরকার দেবে বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wWg5yU

August 28, 2017 at 10:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top