ক্ষমতায় যেতে হলে জাতীয় পার্টির কাছেই আসতে হবে -এহিয়া চৌধুরী

DSC_0046মো. আবুল কাশেম ::সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, আমরা নির্বাচনের মাঠ ছেড়ে যাইনি। জাতীয় পার্টি নির্বাচনের মাঠে ছিলো, মাঠে আছে আর মাঠেই থাকবে। ক্ষমতায় যেতে হলে জাতীয় পার্টির কাছেই আসতে হবে। আর পার্টির ডিমান্ড (চাহিদা) পুরণ করেই জাতীয় পার্টির সঙ্গে জোট করতে হবে। জোটের রাজনীতিতে জাতীয় পার্টি ছাড় দিবে না। তিনি বলেন, অতীতে সিলেটে অনেক উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা হলেও আমাদের দূর্ভাগ্য বিশ্বনাথ উপজেলা এখনো পৌরসভা হয়নি। এখানে যদি পৌরসভা হতো তাহলে নাগরিক সুবিধা বৃদ্ধি পেত। তিনি আরো বলেন, জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধ, দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাসী। তাই জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

তিনি শুক্রবার (২৫আগষ্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ ধান হাটায় বিশ্বনাথ সদর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজিত ‘সৌর বিদ্যুৎ বিতরণ’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আহমদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি এস এম শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এস এম আরশ আলী বাবলু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, জাতীয় যুব সংহতির কেন্দ্রী সহ-সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, আব্দুল হান্নান, এ কে এম দুলাল, জয়নাল আবেদীন, আবুল খয়ের মেম্বার, ফিরোজ আলী, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী, জাপা নেতা সাইদুর রহমান, তাজ উদ্দিন বাবুল, রুবেল আহমদ আফজাল, ফজলু মিয়া মেম্বার, নতুন বাজার সবজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, ছাত্র সমাজের আহবায়ক ফরহাদ আহমদ মারুফ।

এসময় উপস্থিত ছিলেন- জাপা নেতা শাহিন মিয়া, রইছুল ইসলাম, শরিফ উদ্দিন, নাছির উদ্দিন মেম্বার, বদর উদ্দিন, প্রদীপ চন্দ্র দেব, আব্দুল কাদির, শফিক আহমদ পিয়ার, নোমান আহমদ, হাজী হাবিবুর রহমান, আলা উদ্দিন, ফয়ছল আহমদ, চান্দ আলী, ইদ্রিস আলী, মজনু মিয়া, সুহেল তাজ প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2vqD5T7

August 26, 2017 at 09:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top