আবার বিশ্ব মিডিয়ার শিরোনামে বাংলাদেশের নাম। সৌজন্য ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ের খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।বাংলাদেশের সঙ্গে অনেক গণমাধ্যমের শিরোনামে বড় করে লেখা হয়েছে দুই ইনিংসে ১০ উইকেট নেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও। বিবিসির ইংরেজি ভার্সনের শিরোনামে উল্লেখ করা হয়েছে, সাকিব নৈপুণ্যে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়।প্রতিবেদনের ভেতরে সাকিব আর পুরো বাংলাদেশ দলের নৈপুণ্যে কথা উল্লেখ করা হয়েছে। আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের শিরোনাম করা হয়,অস্ট্রেলিয়ার আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশ ঐতিহাসিক এক জয় ঘোষণা করল। মূল শিরোনামের পর বিস্ময় প্রকাশ করা হয়। ব্রিটিশ এই মিডিয়ার কাছে বাংলাদেশের জয় বিস্ময়কর মনে হলেও এক বছরেরও কম সময়ের আগে ইংল্যান্ডকেও টেস্টে হারিয়েছিল টাইগাররা। বাংলাদেশের এই জয় বড় অক্ষরে শিরোনাম করেছে অন্য ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ, ইন্ডিপেন্ডেন্ট ও দ্য মিরর। বাংলাদেশের জয় নিয়ে অস্ট্রেলিয়ার পত্রিকাগুলোর বেশিরভাগই সাদামাঠা শিরোনাম করেছে।কোনও কোনও পত্রিকার আবার অস্ট্রেলিয়ার হাহাকারও ফুটে উঠেছে। দেশটির দ্য নিউজ লিখেছে:ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাল। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসের শিরোনাম জাতীয় দল প্রথম ঐতিহাসিক পরাজয়ের শিকার হলো ক্রিকেটের কোনো ছোট দলের কাছে। জয়ের পথে ছুটতে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার যে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে সে কথা তুলে ধরেছে দ্য অস্ট্রেলিয়ান। তাদের শিরোনাম, অসিরা বাংলাদেশের কাছে প্রথম পরাজয়ে ভেঙে পড়ল। অস্ট্রেলিয়ার আরেক পত্রিকা দ্য এজ শিরোনাম করেছে: প্রথমবারের মতো টাইগাররা অসিদের হারানোয় তৈরি হলো ইতিহাস। তারা সিরিজ শুরুর আগে অজি অধিনায়কের করা মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে লিখেছে, তার এই মন্তব্য কতটা বিবেচনাপ্রসূত, এখন সেই প্রশ্নই উঠছে। কারণ, তিনি এখন প্রথম অস্ট্রেলীয় অধিনায়ক হয়ে গেলেন, যিনি র্যা ঙ্কিংয়ের নয়ে আছে এমন একটি দলের কাছে হারলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের শিরোনাম: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয়ী বাংলাদেশ।অস্ট্রেলিয়ার বিখ্যাত গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের শিরোনাম করা হয়, প্রথমবারের মতো অসিদের হারিয়ে রেকর্ড গড়ল টাইগাররা। অস্ট্রেলিয়া প্রতিবেশী নিউজিল্যান্ডের পত্রিকাগুলোও বাংলাদেশের জয়কে বেশ ঘটা করে প্রকাশ করছে। দেশটির বিখ্যাত সংবাদ মাধ্যম হেরাল্ড লিখেছে,অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ।আগামী সপ্তাহে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টেও যদি একই রকমের ফল হয় তাহলে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট র্যা ঙ্কিংয়ে ছয়ে নেমে যাবে। ভারতভিত্তিক ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনামে বলা হয়, প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। শিরোনামের পরবর্তী অংশে সাকিবের ১০ উইকেট প্রাপ্তির বিষয়টিও উল্লেখ করা হয়। টাইমস অব ইন্ডিয়ার শিরোনামে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জিতে রেকর্ড গড়ল বাংলাদেশ। হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অনেক রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন সাকিব। সাকিব আর স্পিনের ঘূর্ণিতেই এই জয় এসেছে উল্লেখ করে,ইন্ডিয়া টুডে লিখেছে:সাকিব আল হাসান স্পিনস বাংলাদেশ টু মেইডেন টেস্ট ভিক্টরি ওভার অস্ট্রেলিয়া।কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক আনন্দবাজারের শিরোনাম করা হয়, ক্রিকেটে আবার ব্যাঘ্র গর্জন, সাকিবদের হাতে অস্ট্রেলিয়া বধ। তারা বাংলাদেশ ম্যাচ নিয়ে অল্প সময়ে চারটি প্রতিবেদন ছেপেছে। আগের রাতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের প্রসঙ্গ টেনে ভারতের অনলাইন নিউজ পোর্টল মানিকন্ট্রোল ডটকম লিখেছে, ২৪ ঘণ্টায় দুটি ঘটনা: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের জয়। এছাড়া দ্য হিন্দু, ডেকান ক্রনিকল,দ্য স্টেটম্যান, এনডিটিভিসহ প্রায় সব ভারতীয় পত্রিকাগুলোতেই বাংলাদেশের জয়ের খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডনের কাছে বাংলাদেশের নায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে বিশেষভাবে তুলে ধরেছে দেশটির দ্য এক্সপ্রেস ট্রিবিউন, দ্য নেশন,পাকিস্তান টাইমস, দ্য টাইমস, জিও নিউজ ও ডেইলি জং পত্রিকা। বাংলাদেশ ক্রিকেট দলের জয় খবর তুলে ধরে তাদের প্রশংসা করেছে শ্রীলঙ্কা দ্য মিরর ও সাউথ আফ্রিকার নিউজ টুয়েন্টিফোর।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wo60IO
August 31, 2017 at 03:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top