ঢাকা, ২১ আগষ্ট- বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তার দেশে-বিদেশের কোটি ভক্তরা শোক প্রকাশের পাশাপাশি নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন। ঢাকাই সিনেমার এই কালজয়ী নায়ক সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভক্তরা শোক প্রকাশ জানিয়ে নানান প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। পাঠকের জন্য নায়করাজ রাজ্জাকের ভক্তদের স্ট্যাটাস তুলে ধরা হল- ইসতিয়াক আহমেদ নামে একজন তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশের ইতিহাস খুব নির্মম। যে লোক দেশ স্বাধীন করল, তিনি মারা গেলেন তার প্রতিষ্ঠিত সেনাবাহিনীর গুলিতে। যে নারী শহীদ জননী, দীর্ঘসময় আন্দোলন করে গেলেন রাজাকার, আলবদরের বিরুদ্ধে। তিনি মারা গেলেন দেশদ্রোহের মামলা নিয়ে। রাজ্জাক, বাংলা চলচ্চিত্র চিনতে যাকে চিনি। তিনি মৃত্যুর আগে শুনে গেলেন, বাংলা চলচ্চিত্রে রাজ্জাকের কোনো অবদান নেই। রাজ্জাক সাহেব, কষ্ট নিয়েন না। আপনি তো এটাও জেনে গেছেন আমরা এরকমই। সাংবাদিক হাসান শান্তনু লিখেন, নায়করাজ রাজ্জাক সত্যিই আজ মারা গেছেন! শেষ পর্যন্ত মরেই তিনি ঢাকার কয়েকটা অনলাইনকে প্রমাণ দিলেন যে, তিনি মারা গেছেন। যদিও এভাবে চলে যাওয়া মানে প্রস্থান নয়। তবে নিঃসন্দেহে ঢাকার চলচ্চিত্রের একটি অধ্যায়ের সমাপ্তি। তাকে বাঙালি দর্শকরা মনে রাখবেন বহুকাল। সাংবাদিক দীপন নন্দী লিখেছেন, রাজার মৃত্যু হয়েছে; রাজা বেঁচে আছেন- নিজেদের রাজাদের নিয়ে এমনটাই ভাবেন বৃটিশ নাগরিকরা৷ আমাদের চলচ্চিত্রের রাজা রাজ্জাক মারা গেছেন৷ তবে তিনি বেঁচে আছেন, থাকবেন কর্মের মাঝে। জয়তু নায়করাজ। ফাহিমুল হাসান জিসান লিখেছেন, মহানায়কের মহাপ্রস্থান। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সৈয়দ আল হাসান শিমুল লিখেছেন, পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সঙ্গে এই মনটারে বেঁধে নিয়েছি, রঙ ভরা এই শহরে যতই দেখেছি, গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি। যতই ভালবাসিনা কেন এ পথ একদিন থেমেই যায়। স্যালুট নায়করাজ রাজ্জাক। বিজন কুমার গুহ লিখেছেন, নীল আকাশের নীচে রাস্তায় আর চলবেন না তিনি। তবে নীল আকাশে সবচাইতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে বহুকাল বাঙালির হৃদয়ে দেদীপ্যমান থাকবেন... অসীম শ্রদ্ধা। আবু সাঈদ হান্নান লিখেছেন, ছোটবেলা সিনেমা মানে বুঝতাম রাজ্জাক-ববিতা; সিনেমার রাজ্যে ৫ দশক ছড়ি ঘুরিয়েছেন রাজ্জাক। মুকুটহীন এই রাজার জীবনাবসানে আমরা শোকাহত। তাসমিয়া রহমান খান লিখেছেন, কষ্টটা এখানেই তিনি যাবার সময় জঘন্য পরিস্থিতি দেখে গেলেন চলচ্চিত্রের, চলচ্চিত্র পরিবারের। বিদায় নায়করাজ...রাজ্জাক। রেজাউর রহমান রিজভী লিখেছেন, বাংলাদেশের মহানায়কের প্রস্থান...। বিদায়... নায়করাজ রাজ্জাক...। আর/১৭:১৪/২১ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wxrFA6
August 22, 2017 at 03:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top