নয়াদিল্লি, ৯ আগস্টঃ গুজরাটেই হেরে গেলেন মোদি-অমিত শাহ। দিনভর টানা চাপানউতোর, রাজনৈতিক লড়াইয়ের পর রাজ্যসভার টিকিট পেয়ে গেলেন সোনিয়া গান্ধির অন্যতম সেনাপতি আহমেদ প্যাটেল। কংগ্রেসের দাবি মেনে তাদেরই দুই বিধায়কের ভোট অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আর তাতেই ৪৫ ভোটের জায়গায় ৪৪ ভোট পেয়ে রাজ্যসভায় যাওয়া পাকা হয়ে যায় প্যাটেলের।
গুজরাটে রাজ্যসভার ভোটে কংগ্রেসের বুই বিধায়ককে কবজা করে আহমেদ প্যাটেলের রাজ্যসভায় ঢোকার রাস্তা বন্ধ করার জন্য ছক কষেছিল বিজেপি। প্রায় অস্তিত্বের সংকটে ভোগা কংগ্রেস বহুদিন পর পালটা লড়াই করার মনোভাব নিয়ে ময়দানে নামে। এতেই খেলা জমে যায়। বিজেপি-র অরুণ জেটলি, ধর্মেন্দ্র যাদব, রবি শংকর, নির্মলা সীতারমণের মোকাবিলায় কংগ্রেস মাঠে নামিয়ে দেয় পি চিদাম্বরম, গুলাম নবি আজাদের। দফায় দফায় নির্বাচন কমিশনে দেখা করেন তাঁরা। বিজেপি কংগ্রেসের দুই বিক্ষুব্ধ বিধায়কের ভোট বৈধ বলে দাবি করলেও কংগ্রেসের পালটা দাবি ছিল, ওই দুই বিধায়ক ব্যালট দেখিয়েছেন অমিত শাহকে, যা একেবারেই নীতিবিরুদ্ধ। সিসিটিভি-র ফুটেজে তা ধরাও আছে। সব খতিয়ে দেখার পর রাত সাড়ে এগারোটা নাগাদ দুই বিধায়কের ভোট অবৈধ বলে জানিয়ে দেয় কমিশন। এরপরই প্যাটেল টুইট করেন—সত্যমেব জয়তে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hIgdMt
August 09, 2017 at 10:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন