আশ্রয়দাতা যখন ট্রেন

বালুরঘাট, ১৯ আগস্টঃ আশ্রয়দাতা ট্রেন। উত্তরবঙ্গে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু ট্রেন। এরকমভাবেই বালুরঘাট স্টেশনে আটকে পড়েছিল শিলিগুড়ি ইন্টারসিটি। এই ট্রেনটিই হল প্রায় ৭০০ জলবন্দী মানুষের ভরসা। গত ১৪ আগস্ট থেকেই আটকে পড়েছিল এই ট্রেনটি। নিজেদের বাড়িঘর হারিয়ে সেই ট্রেনেই আশ্রয় নিয়ে নিজেদের জীবন বাঁচান গোবিন্দপুর, বেলাইন, আঁখিরা পাড়ার প্রায় সাত শতাধিক মানুষ। এলাকা থেকে জল নামতে শুরু করলেও বিভিন্ন জায়গায় রেল ব্রীজের অবস্থা খারাপ হওয়ায় এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। জল নামেনি ট্রেনে আশ্রিত বাসিন্দাদের বাড়ি থেকেও। এই দূর্দিনে ত্রাণ মিলুক না মিলুক এই ট্রেনটিই বন্যা দূর্গতদের জীবন রক্ষা করেছে তা মানছেন এলাকাবাসী। জল না নামা পর্যন্ত এই ট্রেনেই কাটাবেন বলে জানিয়েছেন আশ্রিতরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wjx8ey

August 19, 2017 at 05:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top