কলকাতা, ০১ আগষ্ট- ভারতীয় টলিউডের নায়কদের মধ্যে ছবির লড়াই হয়ে আসছে। কোন নায়কের ছবি বেশি ব্যবসা সফল করতে পারছে। দর্শক জনপ্রিয়তা পেয়ে বেশি অর্থ উপার্যন করতে পারছে সেটাই দেখার বিষয়। তাহলে জেনে নেয়া যাক তাদের অভিনীত ছবির বাণিজ্যিক সাফল্যে কথা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নট আউট ব্যাটিং। এই কথাটা সম্ভবত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেই প্রযোজ্য। দীর্ঘ কেরিয়ারে কখনও সাফল্য এসেছে, কখনও বা ব্যর্থতা। কিন্তু থেমে যাননি নায়ক। চলতি বছরে বিরসা দাশগুপ্তের ওয়ান-এ ছক ভেঙেছেন প্রসেনজিৎ। এখানে তিনি নায়ক থেকে খলনায়ক। নেগেটিভ ক্যারেক্টারেও অভিনেতা প্রসেনজিত্কে পছন্দ করেছেন দর্শক। তবে ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। জিৎ এই মুহূর্তে টালিগঞ্জে বাণিজ্যিক ধারার অন্যতম সেরা বাজি জিৎ। বস ২তেও তার প্রমাণ দিয়েছেন নায়ক। মোটের ওপর ভাল ব্যবসা করেছে ছবিটি। কর্মাশিয়াল নায়ক হিসেবেও জিৎ নিজের কাজ করেছেন। ফলে প্রথম ছমাসে জিতের রেজাল্ট ভাল-র দিকেই বলে মনে করেন দর্শকের একটা ব়ড় অংশ। দেব হাফ ইয়ারলি মার্কশিটে দেবকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা অনেকটাই বেশি। অভিনয় তো তিনি করতেনই। এ বার প্রযোজনাতেও হাতেখড়ি হল। তাঁর হাত ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ হল বান্ধবী রুক্মিণীরও। তাঁর অভিনয় নিয়ে দর্শকদের একটা বড় অংশের প্রশ্ন থাকলেও যেভাবে প্রযোজক হিসেবে নিজে চ্যাম্প-এর সবটা সামলেছেন তাতে তাঁর কৃতিত্বকে স্বীকৃতি দিতে চান টলি মহলের একটা বড় অংশও। আর/১৭:১৪/০১ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tVbtEI
August 02, 2017 at 12:11AM
01 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top