নগরীতে র‌্যাবের হাতে গাড়ি চোর চক্রের ০৫ সদস্য গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক:: সিলেট নগরী থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৯ এর সিলেটের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান র‍্যাব-৯ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জুবেদ আহমদ (১৯), মোঃ সাত্তার হোসেন (২৪), জীবান হোসেন বাপ্পী (৩২), মোঃ সিদ্দিক (১৮) ও সাদিক আহম্মদ (১৮)।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান আরো জানান, গ্রেপ্তারকৃত গাড়িচোরেরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে গাড়ি চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছিল।

তারা মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সা, প্রাইভেট কার, পিকআপসহ আরো বিভিন্ন ধরণের যানবাহন চুরি করে বিক্রয় করতো। যদি কোনো কারণে এই চোরাইকৃত গাড়িগুলো তারা বিক্রয় করতে না পারে, তাহলে তারা নম্বর প্লেট নকল করে ও রং পরিবর্তন করে রাস্তায় ভাড়া চালাতো। আবার কখনো নিজ হেফাজতে রেখে এই গাড়ির যন্ত্রাংশ খুলে খুচরা ও পাইকারী দরে বিভিন্ন অটোমোবাইলস্ ওয়ার্কসপে বিক্রি করে এবং ভাঙরি হিসেবেও বিক্রি করে বলে আটককৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি জানান।

উদ্ধারকৃত পিকআপ ও গ্রেপ্তারকৃতদের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wnVUdb

August 23, 2017 at 10:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top