ঢাকা, ২৭ আগস্ট- সাকিব আল হাসানের বিশ্বাস, বাংলাদেশ ২-০তে জিততে পারে সিরিজটা। বিশ্বসেরা অলরাউন্ডারের ভবিষ্যদ্বাণী শুনে স্টিভেন স্মিথ একই সঙ্গে বিস্মিত ও ক্ষুব্ধ। পাল্টা জবাব দিতেও দেরি করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাই মাঠের লড়াই শুরু হওয়ার আগে দুই দলের কথার লড়াইয়ে উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। কয়েক বছর আগে কেউ কি ভাবতে পারতো, অস্ট্রেলিয়ার মতো দলকে এভাবে হুমকি দেবে বাংলাদেশ! তবে দিন বদলে গেছে। অস্ট্রেলিয়ার সেই প্রতাপ নেই, আর টাইগাররাও পায়ের নিচের মাটি শক্ত করে আজ সমীহজাগানো শক্তি। অনেক অপেক্ষার সিরিজে তাই ভিন্ন ধরনের উত্তাপ। মাইন্ড গেম-ক্রিকেটের বহুল চর্চিত শব্দবন্ধ। ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার আগে কথা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল নতুন কিছু নয়। তবে নতুন হলো, বাংলাদেশেরও এতে অংশগ্রহণ। একসময় টেস্ট ম্যাচ পঞ্চম দিনে নিতে পারলেই যেন বর্তে যেত বাংলাদেশ। এমন নেতিবাচক মনোভাবের কারণেই হয়তো, টাইগারদের অনেক টেস্ট শেষ হয়েছে চতুর্থ, এমনকি তৃতীয় দিনেও। সেই অন্ধকার সময় পেছনে ফেলে বাংলাদেশ আজ সাফল্যের আলোয় উজ্জ্বল। শুরুটা মাশরাফি মুর্তজার হাত ধরে।২০১৪ সালে নড়াইল এক্সপ্রেস ওয়ানডে দলের নেতৃত্ব নেওয়ার পর থেকেই বদলে যেতে থাকে টাইগাররা। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা, বিশ্বকাপের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত আর দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারানো- ক্রিকেট দুনিয়াকে শুধু বিস্মিতই করেনি, ক্রিকেটপ্রেমীদের মনও জয় করে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডের সাফল্যের পথ ধরেই এসেছে টেস্টে সাফল্য। গত বছর ইংল্যান্ড প্রথম টেস্টে কোনও রকমে জিতলেও দ্বিতীয় টেস্টে মুশফিক-সাকিব-তামিমদের ঠেকাতে পারেনি। তরুণ অফস্পিনার মেহেদী হাসানের মিরাজের ঘূর্ণিতে রচিত হয়েছিল ১০৮ রানের জয়। গত মার্চে আবার টেস্টে সাফল্য। টাইগারদের ঐতিহাসিক শততম টেস্টে পরাস্ত হয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। এবার সামনে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ। আগের মতো প্রতাপ হয়তো নেই, তবু দলটার নাম অস্ট্রেলিয়া। ক্রিকেটের সবচেয়ে সফল দলের মুখোমুখি হওয়ার আগে স্বাগতিকরা কিন্তু দারুণ আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কা সফরের সময় বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বাংলাদেশের সাংবাদিকদের বলেছিলেন, টাইগারদের পক্ষে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আরেকটু এগিয়ে বলে দিয়েছেন, বাংলাদেশ হোয়াইটওয়াশ করতে পারে স্মিথের দলকে। সাকিবের কণ্ঠে কোচের কথারই প্রতিধ্বনি। আর সে কথা শুনে স্মিথ ক্ষুব্ধ। ক্রিকেট এমনই এক অনিশ্চয়তার খেলা যে, আগে থেকে ভবিষ্যদ্বাণী করা মুশকিল। তবে গৌরবময় অনিশ্চয়তার বেদবাক্যকে মন থেকে মুছে ফেলে সাকিবরা অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের কথা বলতে পারছেন। এটাও কম প্রাপ্তি নয় টাইগার-ভক্তদের জন্য। ফল যা-ই হোক, দুই দলের কথার লড়াই যে আগামী কয়েকটি দিন সিরিজকে ঘিরে রোমাঞ্চ ছড়াবে, তা বোধহয় বলে দেওয়া যায়! এমএ/ ০৮:২৫/ ২৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2izxCHK
August 27, 2017 at 02:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top