কালিয়াচক, ১৯ আগস্টঃ উত্তর মালদার পর এবার দক্ষিণ মালদায় মহিলাদের চুল কেটে নেওয়ার আতঙ্ক ছড়াল। আজ সকালে বৈষ্ণবনগরের শোভাপুর গ্রাম পঞ্চায়েতের দেওনাপুর এলাকায় পার্বতী সাহা নামে এক গৃহবধুর চুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কার্যত গ্রামবাসীদের মধ্যে ভূতের আতঙ্ক ছড়িয়েছে।
পার্বতীদেবী জানান, এদিন সকালে নিজের বাড়িতে বসে টিভি দেখছিলেন তিনি। সেইসময় হঠাৎই তার মাথার চুল খসে যায় বলে অভিযোগ। ঘটনায় অজ্ঞান হয়ে যান তিনি। এরপর স্থানীয়রা তাঁকে মালদা মেডিকেলে নিয়ে যান।
বিজ্ঞানমঞ্চের সদস্য সুনীল সাহা জানিয়েছেন, বিষয়টি পুরোটাই গুজব। এটি কোনও ভৌতিক ঘটনা নয়। এই ঘটনাটি গণ হিস্টিরিয়ার আকার নিয়েছে। মানুষের মনের বিভ্রান্তি কাটাতে বিজ্ঞানমঞ্চ থেকে প্রচার করা হবে।
এদিকে আজই ছোটো পুরাতন মালদার কবিরপুর এলাকায় এক সন্দেহভাজন বৃদ্ধাকে আটক করে মালদা থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। তবে ওই বৃদ্ধার নাম ঠিকানা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, চুল কাটার ঘটনার তাঁর কোনও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ছবিঃ কবিরপুরে আটক সন্দেহভাজন বৃদ্ধা।-সংবাদচিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vayvYl
August 19, 2017 at 01:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন