পাল্লেকেলে, ১২ আগস্ট- উপমহাদেশে টেস্ট ক্রিকেটে টস জয় মানেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলিও ব্যাটিং নিতে দ্বিধা করেননি। শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের দুর্দান্ত উদ্বোধনী জুটি বিশাল সংগ্রহের স্বপ্নই দেখাচ্ছিল অতিথিদের। কিন্তু দুই ওপেনারের চমৎকার ভিত কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার বিপক্ষে অস্বস্তি নিয়েই প্রথম দিন শেষ করেছে ভারত। দিনশেষে স্কোর ৬ উইকেটে ৩২৯ রান। শনিবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ধাওয়ান ও রাহুল বিচ্ছিন্ন হয়েছেন ১৮৮ রানের জুটি গড়ে। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ক্রিকেটে কোনও অতিথি দলের এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। আগের রেকর্ডের সঙ্গেও জড়িয়ে ভারতের নাম। ১৯৯৩ সালে ১৭৩ রানের জুটি গড়ে রেকর্ডটা করেছিলেন মনোজ প্রভাকর ও নভোজত সিং সিধু। সব মিলিয়ে এটা শ্রীলঙ্কায় তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। প্রথম দুটি স্থানে আছে ৩৩৫ ও ১৯৩ রান। দুটি জুটিই গড়েছিলেন সনাৎ জয়াসুরিয়া ও মারভান আতাপাত্তু। রাহুলের সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। টেস্ট ক্রিকেটে টানা ৭ ইনিংসে হাফসেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫০ করলেই এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, শিবনারায়ণ চন্দরপল, কুমার সাঙ্গাকারা ও ক্রিস রজার্সকে পেছনে ফেলে রেকর্ডটা নিজের করে নেবেন রাহুল। অবশ্য এমন একটা রেকর্ড স্পর্শ করেও তাকে ফিরতে হয়েছে সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপ নিয়ে। তার ১৩৫ বলে খেলা ৮৫ রানের ইনিংসটা সাজানো ৮টি চারে। তবে ধাওয়ান কোনও ভুল করেননি। ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করে তিনি থেমেছেন ১১৯ রানে। ১২৩ বলে ওয়ানডে স্টাইলে খেলা ইনিংসটা নির্মিত ১৭টি চারে। ভারতের দুই ওপেনারই বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পাকুমারার শিকার। উদ্বোধনী জুটির পর অতিথিদের আর কোনও বড় জুটি গড়ে ওঠেনি। দ্বিতীয় থেকে ষষ্ঠ উইকেটের পতন হয়েছে ১০৩ রানের ব্যবধানে। কোহলি (৪২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১) কিছুটা প্রতিরোধ গড়তে না পারলে অবস্থা আরও খারাপ হতো টিম ইন্ডিয়ার। ৪০ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার পুষ্পাকুমারা। ৮৪ রানের বিনিময়ে বাকি দুই উইকেট আরেক বাঁহাতি স্পিনার লাকশান সান্দাকানের। সংক্ষিপ্ত স্কোর ভারত: ৯০ ওভারে ৩২৯/৬ (ধাওয়ান ১১৯, রাহুল ৮৫, কোহলি ৪২; পুষ্পাকুমারা ৩/৪০, সান্দাকান ২/৮৪) এমএ/ ০৭:৫৬/ ১২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vssb1A
August 13, 2017 at 01:58AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.