সুরমা টাইমস ডেস্ক:: সিলেটে পরিবহণ শ্রমিকদের উপর হামলা চালিয়েছে শ্রমিকলীগ। এতে আহত হয়েছে দুই পরিবহণ শ্রমিক। মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর বন্দাবাজারস্থ রংমহল টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি-৭০৭ এর অন্তর্ভূক্ত বন্দরবাজার রংমহল তামাবিল শাখার সাবেক সভাপতি মোঃ মাশুক মিয়া (৫৫) ও মোঃ রুহেল মিয়া (২৩)।
জানা যায়, মঙ্গলবার (১ আগস্ট) বেলা আড়াইটায় শ্রমিক লীগের নতুন মনোনীত সভাপতি শাহরিয়ার কবির সেলিম ও সাধারণ সম্পাদক নাজমল আলম রোমেন সদর শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন সহ অপরিচিত আরো ২৫/৩০জনের একটি দল নিয়ে বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন অটোরিক্সা সিএনজি পার্কিংস্থানে এসে হাতে থাকা লাঠি-সোটা নিয়ে সাধারণ শ্রমিকদের উপর এলোপাতাড়ি মারধর শুরু করেন। এসময় এই দুইজন আহত হন।
অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন থেকে শ্রমিক লীগ নেতা প্রকৌশলী এজাজুল হক এজাজ শ্রমিক ইউনিয়নগুলো দখলের পায়তারায় লিপ্ত। শ্রমিকদের প্রতিবাদের কারনে ও মামলা সহ আইনি জটিলতায় ইউনিয়নগুলো দখল করতে না পারায় ক্ষোভে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়।
ঘটনা জানাজানি হলে জেলা কমিটির নেতৃবৃন্দ কোতোয়ালী মডেল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত রুহেল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে পরিবহণ শ্রমিকরা প্রতিবাদ এবং বিক্ষোভ করতে থাকে। পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের শান্তনা দিয়ে বলেন, সন্ধ্যার পর সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2woo5Fd
August 03, 2017 at 06:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন