আহমেদ শাকিল :: সিলেট নগরজুড়ে বসানো হচ্ছে কোরবানির পশুর অবৈধ হাট। রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় বসানো হচ্ছে এসব হাট। এসব হাটের দখল ও গরুবাহী ট্রাক নিজেদের হাটে নিতে গিয়ে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। সোমবার বিকেল ও রাতে শাহী ঈদগাহ ও টিলাগড়ে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। সিটি করপোরেশন ছাড়া মহানগরীতে (মহানগর পুলিশের আওতাধীন ৬ থানার মধ্যে) আরও ১০টি হাট ইজারা দিয়েছে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন। নগরীর ভেতর সিটি করপোরেশন একটিমাত্র হাটের অনুমতি দিলেও বসানো হয়েছে অন্তত অর্ধশত হাট। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা গরুবাহী ট্রাক এসব হাটে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, এবছর সিটি করপোরেশন একটি মাত্র হাটের ইজারা দিয়েছে। দক্ষিন সুরমার ঝালোপাড়ায় ওই হাট বসানোর কথা থাকলেও স্থানের মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এখনো সেখানে হাট বসানো সম্ভব হয়নি। সোমবার বিকেলে ও রাতে শাহী ঈদগাহ এলাকায় বসানো দুইটি অবৈধ হাটের লোকজনের মধ্যে দুইদফা সংঘর্ষ হয়েছে।গরু বোঝাই একটি ট্রাক নিজেদের হাটে নেওয়াকে কেন্দ্র করে শাহী ঈদগাহ মাঠ ও সিলেট সদর উপজেলা খেলার মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) বসানো কোরবানির পশুর অবৈধ হাটের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে শাহী ঈদগাহ মাঠের পরিচালক এনাম আহমদসহ কয়েকজন আহত হন। এনামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসময় একটি বাসা ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ শাহী ঈদগাহ এলাকায় বসানো উভয় হাট অবৈধ বলে জানিয়েছে। তবে শাহী ঈদগাহ হাটের পরিচালক এনাম আহমদ জানান, সিটি করপোরেশন থেকে তিনি অনুমতি নিয়েছেন। হাটের বর্জ্য ব্যবস্থাপনার জন্য মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে তিনি চালান কেটে ব্যাংকে ৫০ হাজার টাকাও জমা দিয়েছেন। এদিকে, সোমবার রাত ১১টার দিকে টিলাগড় পয়েন্টে বসানো কোরবানির পশুর অবৈধ হাটের কর্তৃত্ব নিয়ে স্থানীয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ নেতা আকাশ ও মুরাদের নেতাকর্মীদের মধ্যে এই ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এঘটনার পর থেকে টিলাগড় এলাকায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vAkP9U
August 29, 2017 at 01:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন