ভারত থেকে বাংলাদেশে বোল্ডার পাঠানো সাময়িকভাবে বন্ধ হল

শিলিগুড়ি, ২২ আগস্টঃ ভূটানের গাড়িকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ এনে ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে বোল্ডার পাঠানো বন্ধ করল এদেশের গাড়ি চালকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা যায় সাময়িক উত্তেজনা।

সাল্পাই অ্যান্ড ওনারর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল খালেদের অভিযোগ, নেপাল এবং ভূটানের গাড়ির ক্ষেত্রে কোনো কাগজ দেখা হয়না। কিন্তু কাগজ থাকা সত্ত্বেও ভারতের গাড়িকে নানা অভিযোগের আছিলায় হতে হয় হয়রানির শিকার।

এই সীমান্ত দিয়ে ভারতের ১৫০ এবং ভূটানের ৬০টি গাড়ি প্রতিদিন বাংলাদেশ যান। এর প্রতিবাদে বন্ধ রাখা হয়েছে গাড়ি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2x8FDXa

August 22, 2017 at 02:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top