সাধারণত বলিউড তারকাদের মধ্যে সম্পর্ক কখনওই গভীর হয়েছে শোনা যায়না। সেখানে বন্ধুত্ব টিকিয়ে রাখা তো দূর অস্ত! তবে কিছু বলিউড সেলেব রয়েছেন , যাঁরা খুবই ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রাখেন একে অপরের সঙ্গে। দেখে নেওয়া যাক, বলিউডে কোন তারকা কার বন্ধু। শাহরুখ খান- করণ জোহার বলিউডে অভিনেতাদের সঙ্গে পরিচালকদের বন্ধুত্ব দেখাই যায়। তবে করম জোহার ও শাহরুখের বন্ধুত্ব কিছুটা অন্যরকমের। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবিতে আদিত্য চোপড়ার সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন করণ। পাশাপাশি ছবিতে শাহরুখের বন্ধু হিসাবেও অভিনয় করেন তিনি। সে ছবিতে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি যেমন ছিল, তেমনই তাঁদের বাস্তবিক জীবনের সম্পর্কও। রনবীর কাপুর-অর্জুন কাপুর শোনা যায় পরিণিত চোপড়ার জন্মদিনের পার্টিতে অনুষ্কা শর্মাকে নিয়ে দুজনের মধ্যে চরম ঝামেলা হয়। কিন্তু তারপর থেকে অদ্ভুতভাবে ইন্ডাস্ট্রির অন্যতম ঘনিষ্ঠ বন্ধু অর্জুন ও রনবীর। গুন্ডে ছবিতে তাঁদের সেই বন্ধুত্বের ছাপ পর্দাতেও দেখা গিয়েছিল । এছাডা়ও বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় রনবীর ও অর্জুনের পারম্যান্স হিট হওয়ার একটাই কারণ তাঁদের বন্ধুত্ব। এমনটাই দাবি তাঁদের বহু ঘনিষ্ঠ মানুষদের। সোনাম কাপুর- জ্যাকলিন কথায় বলে দুজন অভিনেত্রী কিছুতেই বন্ধু হতে পারেন না। তবে বলিুডের দুই সুন্দরী জ্যাকলিন ও সোনাম দুজনে খুবই ঘনিষ্ঠ বান্ধবী। এরকমভাবে দুজন তারকা অভিনেত্রীকে বন্ধুত্ব টিকিয়ে রাখতে আগে সেভাবে দেখেনি বলিউড। শাহরুখ খান-জুহি চাওলা শাহরুখের সঙ্গে কাজলের জুটি অনস্ক্রিন হিট জুটি হলেও, অফস্ক্রিন কিন্তু অভিনেত্রী জুহি চাওলা শাহরুখের খুবই ঘনিষ্ঠ বান্ধবী। দুজনের বন্ধুত্ব একেবারে পারিবারিক। ফিল্ম রাজু বনগয়া জেন্টলম্যান থেকেই দুজনের সখ্যতা এতটাই বেশি , যে তাঁরা একসঙ্গে একটি ব্যবসায়িক উদ্যোগেও সামিল হন। একজোগে কিনে নেন নাইট রাইডার্স দলটিকে। তবে পরের দিকে ব্যবসায়িক কারণে বন্ধুত্বে চিড় ধরছিল দেখে দুজনে একসাথে আর ব্যবসায়িক উদ্যোগে সামিল হননি। রনবীর কাপুর -আয়ান মুখার্জি পরিচালক আয়ান মুখার্জির সঙ্গে রনবীরের বন্ধুত্ব ওয়েক আপ সিদ থেকে। তারপর দুজনে বহু ছবি একসঙ্গে করেছেন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি তঁদের বন্ধুত্বের অন্যতম সাফল্য। দুজনের বন্ধুত্ব এতটাই গভীর যে আয়ানদের মুখার্জি বাড়ির বিখ্যাত দূর্গাপুজোয় প্রতিবছরই হাজির থাকেন রনবীর। অন্যদিকে কাপুরদের গণেশ পুজোয় দেখা যায় আয়ানকেও। এমনকি ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ে একমাত্র আয়ানই রনবীরের সঙ্গে ছিলেন। করিনা-অমৃতা অরোরা গোলমালসিরিজের একটি ছবিতে করিনা ও অমৃতাকে একসঙ্গে দেখা যায়। শোনা যায়, সেখান থেকেই এই দুই অভিনেত্রীর ভালো সম্পর্ক তৈরি হয়। পরে বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়ে ওঠে। বহু ফ্যাশন শো ও পাবলিক ইভেন্টে আজকাল একসঙ্গে দেখা যাচ্ছে এই দুই বলিউড সুন্দরীকে। বোন অমৃতার সঙ্গে করিনার সম্পর্ক ভালো থাকার জন্য ,অমৃতার দিদি মালাইকা অরোরার সঙ্গেও করিনার সম্পর্ক ভালো। ফারহান আকতার-রীতেশ সিদওয়ানি অভিনেতা-পরিচালকের বন্ধুত্ব তো শোনা যায়, কিন্তু রীতেশ- ফারহান পরিচালক ও প্রযোজক অবস্থা থেকেই বন্ধু। দুজনেই দিল চাহতা হ্যায়-এর মতো বহু ভালো হিন্দি ছবি একসঙ্গে নির্মাণ করেছেন। আর সেই ২০০০ সাল থেকে একনও পর্যন্ত তাঁদের এই সাফল্যের সফর জারি রয়েছে। আর/১০:১৪/০৬ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uwx06m
August 07, 2017 at 04:54AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.