জলপাইগুড়ি, ১৫ আগস্টঃ দীর্ঘদিন অজ্ঞাতবাসে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-র হয়ে সশস্ত্র লড়াই করেছেন জয়দেব রায়। কেএলও-তে থাকাকালীন দেশের স্বাধীনতা দিবস বরাবর বয়কট করে এসেছেন তিনি। তবে এখন তিনি আগের অন্ধকার জগৎ থেকে সমাজের মূলস্রোতে ফিরে আসা এক ‘সাধারণ’ মানুষ। আজ একেবারেই ভিন্ন চরিত্রে দেখা গেল তাঁকে। দেশের ৭১ তম স্বাধীনতা দিবসে নিজের বাড়ি ফটকটারি গ্রামে জাতীয় পতাকা তুলে দিনটি উদ্যাপন করলেন প্রাক্তন কেএলও ডেপুটি কমান্ডার জয়দেব। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জনজাতির উন্নয়নে কাজ করুক এই বার্তা দিলেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2w5DE8N
August 15, 2017 at 01:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন