ভারতের বিরুদ্ধে ছোটোখাটো সামরিক অভিযান চালাতে পারে চিন

বেজিং, ৫ আগস্টঃ চিনের এক সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, আগামী দু সপ্তাহের মধ্যে ডোকলাম থেকে ভারতীয় সেনাদের সরিয়ে দিতে ভারতের বিরুদ্ধে ছোটখাটো সামরিক অভিযানের পরিকল্পনা করছে চিন।
ভারত এবং চিনের মধ্যে সিকিম সেক্টরে ভারত-ভুটান ও চিন সীমান্তের সংযোগস্থলে ডোকলামে চিন সেনাবাহিনীর রাস্তা নির্মানের চেষ্টাকে কেন্দ্র করে গত ১৬ জুন থেকে ডোকলামে অচলাবস্থা সৃষ্টি
চিনের এই চেষ্টার প্রতিবাদ করে ভুটান। ভুটানের দাবি, ওই এলাকা তাদের। সীমান্ত বিতর্কের সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকার স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে তাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ভঙ্গের অভিযোগও চিনের বিরুদ্ধে করে ভুটান। ভারতের অভিযোগ, চিন একতরফাভাবে রাস্তা তৈরি করে ওই এলাকায় স্থিতাবস্থা ভাঙতে চায়। চিন ওই এলাকায় রাস্তা তৈরি করলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলির যোগাযোগ বিচ্ছিন্ন করার সুযোগ পাবে।
গ্লোবাল টাইমসে একটি প্রতিবেদনে সাংহাই অ্যকাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের রিসার্চ ফেলো হু ঝিইয়োং বলেছেন, ‘ডোকলামে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলতে দেবে না চিন। ভারতীয়দের ডোকলাম থেকে সরাতে আগামী দুই সপ্তাহের মধ্যেই ছোটখাটো সামরিক অভিযান চালানো হতে পারে’। তবে চিনের পক্ষ থেকে এই অভিযান সম্পর্কে আগেই ভারতের বিদেশমন্ত্রককে জানানো হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে শুক্রবার বলেছেন, ডোকলাম ইস্যুতে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে ভারত।
উল্লেখ্য, ডোকলাম সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে ভারত। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দু পক্ষকেই সেনা সরিয়ে আলোচনায় বসার পরামর্শ দেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wgKjcW

August 05, 2017 at 01:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top