জিএনএলএফের ডাকে সাড়া, পাহাড় নিয়ে সর্বদলীয় শান্তি বৈঠক

কলকাতা, ২২ আগস্টঃ পাহাড়ে শান্তি ফেরাতে সর্বদলীয় শান্তি বৈঠকের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ২৯ আগস্ট হবে এই বৈঠক। পাহাড়ে অচলাবস্থার জেরে শান্তি ফেরাতে গতকাল জিএনএলএফের তরফে একটি চিঠি পাঠানো হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে। সেই ডাকে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে শান্তি বৈঠকের কথা বলেন।

তিনি এদিন বলেন, রাজ্য সরকার সবসময়ই আলোচনার জন্য তৈরি। পাহাড়ে শান্তি ফেরাতে জিএনএলএফের ডাকে সাড়া দিয়ে একটি সর্বদলীয় বৈঠক করা হবে। যেসমস্ত দল পাহাড়ে গঠনমূলক কাজে সাহায্য করেছে তাদেরকে ডাকা হয়েছে। শান্তি ফেরাতে ইচ্ছুক সমস্ত দলই অংশগ্রহণ করবে বৈঠকে। এছাড়া যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে পুলিশ। সরকারের প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে। সমস্ত লাভ ক্ষতি নিয়ে আলোচনা করা হবে বৈঠকে।
অন্যদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পরে মঙ্গলবার পুনরায় কাজ শুরু হল মিরিক পুরসভায়। চেয়ারম্যান লালবাহাদুর রাই সহ অন্য কাউন্সিলার এবং সরকারি কর্মীরাও এদিন অফিসে যান। ঝামেলার আশঙ্কায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় মিরিকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2v25bIg

August 22, 2017 at 05:48PM
22 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top