ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ● সুস্থ্য দেহ ও সুস্থ্য মন তৈরীতে স্বাস্থ্য সম্মত খাবারের বিকল্প নেই। আমাদের দেশের মায়েদের স্বাস্থ্য সম্মত খাবার তৈরীতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর সেজন্যে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসাররা বিভিন্ন গ্রামে যেয়ে মায়েদের নিয়ে উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে। গ্রামের মায়েরা এখন জানেননা কিভাবে স্বাস্থ্য সম্মত খাবার তৈরী করতে হয়। মায়েরা সচেতন হলে শিশুরাও সু-স্বাস্থ্যের অধিকারী হতে পারবে।
শনিবার দুপুরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কমিটির সভায় সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. আবদুল মতিন খসরু এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন শূন্য পদ পূরন, নতুন ভবনের কার্যক্রম শুরু করাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে কমপ্লেক্সে কর্মরতদের আশ্বস্থ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মালেক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান সোহেল, ওসি এসএএম শাহজাহান কবির, ডাঃ মহিউদ্দিন মুবিন, ডাঃ সোহেল রানা ভূইয়া, ডাঃ জাবেদ আহম্মেদ, ডাঃ জুয়েল রানা, ডাঃ মোঃ মহিউদ্দিন আহাম্মদ, ডাঃ সোহেল রানা (ইউনানী), ডাঃ খোরশেদা বেগম, ডাঃ তাছলিমা বেগমসহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সিনিয়ার স্টাফ, নার্সসহ স্বাস্থ্য কমিটির সদস্যবৃন্দ।
The post ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য কমিটির সভায় মতিন খসরু এমপি appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2ig2ixx
August 19, 2017 at 07:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন