৭ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় রোববার রাতে দুটি পৃথক অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যাক্তি হচ্ছে নয়ালাভাঙ্গা সরকারের মোড় এলাকার মৃত.মোয়াজ্জেম হোসেনের ছেলে আওয়াল (৩৩) ও সদর উপজেলার রামচন্দ্রপুর সরদারপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে তোজাম (৩৫)।
র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান অভিযান দুটিতে নেতৃত্ত্ব রাত পৌনে ১২টায় শিবগঞ্জের নয়ালাভাঙ্গা বৈলতলা মোড় এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ  আওয়ালকে আটক করা হয়। এদিকে র‌্যাবের আরেকটি অভিযানে সদর উপজেলার ধুমিহায়াতপুর পূর্বমাথা গ্রামে রামচন্দ্রপুরহাটগামী সড়ক পাশের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ তোজামকে আটক করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুটি অভিযানের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2ikOtOn

August 21, 2017 at 07:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top