তুফানগঞ্জ, ২১ আগস্টঃ বিদ্যালয়ের এক সহ-শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে আন্দোলনে নামল তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। আজ পড়ুয়াদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের পঠনপাঠন। পড়ুয়াদের অভিযোগ, বহুদিন ধরেই সহ-শিক্ষক আশীষ বল পড়াশোনার অজুহাতে ছাত্রীদের সঙ্গে খারাপ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন। তিনি বিদ্যালয়ে প্রায়ই মদ্যপ অবস্থায় আসতেন। সহ-শিক্ষকের এই আচরণে ক্ষুব্ধ ছাত্ররা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়।
অপরদিকে, গত ৬ আগস্ট চিলাখানা এলাকায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন আশীষ বল ও এক যুবতী। ওই যুবতী নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছিলেন। এরপর এদিন ওই ঘটনার বিবরণ দিয়ে ওই ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সহ-শিক্ষক আশীষ বলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানান। অভিযোগ, দুর্ঘটনার দিন সহ-শিক্ষক তাঁকে জোর করে মদ্যপান করিয়ে গাড়িতে নিয়ে যান। এরপরই গাড়ি দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ রামকৃষ্ণ প্রামাণিক বলেন, ‘ছাত্রীটির লিখিত অভিযোগের ভিত্তিতে সহ-শিক্ষককে শোকজ করা হয়েছে। উত্তরের জন্য তাঁকে ৭দিন সময় দেওয়া হয়েছে। সেই উত্তর পেলেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vSWJd7
August 21, 2017 at 08:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন