ঢাকা, ৩০ আগস্ট- অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান জস হ্যাজলউড। দেখেশুনে খেলছিলেন তিনি। ১০ বল মোকাবেলা করে কোনো রানই নেননি। সঙ্গ দিচ্ছিলেন মারমুখী ভঙ্গিতে খেলা প্যাট কামিন্সকে। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না হ্যাজলউড। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউর শিকার তিনি। অস্ট্রেলিয়ার আশা শেষ। বাংলাদেশ পেয়ে যায় ঐতিহাসিক জয়। ব্যবধানটা বেশি না, ২০ রানের। টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়েছেন টাইগাররা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন মুশফিকুর রহীম। সেখানে তার হাস্যোজ্জ্বল থাকারই কথা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাসিমুখে মুশফিক জানান, অস্ট্রেলিয়াকে হারানোর অনুভূতিই আলাদা। দলের দুই সেরা পারফরমারের (সাকিব আল হাসান ও তামিম ইকবাল) প্রশংসা করলেন বাংলাদেশ অধিনায়ক। তার আলাদা প্রশংসা কুড়িয়েছেন স্পিনাররা। মুশফিকের ভাষায়, অস্ট্রেলিয়াকে হারানোর অনুভূতিই আলাদা। বিশেষ করে, সাকিব-তামিম অসাধারণ খেলেছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে। আমাদের স্পিনাররা দারুণ বোলিং করেছে। প্রথম ইনিংসে তামিম-সাকিবের জুটি আমাদের ভালো অবস্থানে নিয়ে যায়। আরও উন্নতির জায়গা রয়েছে। চতুর্থ দিন ৮ উইকেট দরকার ছিল। ছেলেরা নিজেদের দারুণভাবে মেলে ধরেছে। সিরিজ জিততে পরের টেস্টে আমাদের আরও ভালো খেলতে হবে। দর্শকদের ধন্যবাদ- যোগ করেন মুশফিক।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iJd4g3
August 30, 2017 at 10:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন