সুরমা টাইমস ডেস্ক; বরিশাল সরকারী বি.এম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় অভিযোগ গঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মামুনূর রহমান সিদ্দীকী যৌতুক আইনের ৪ ধারায় অভিযোগ গঠন করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী নাজনীন আক্তার বিগত ৬ এপ্রিল ২০১৭ তারিখে এই যৌতুক মামলাটি দায়ের করেন। নাজনীন এবং মনিরুল একই কলেজের শিক্ষকতা করাকালীন সময়ে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ২০১৪ সালের ২৯ নভেম্বর ‘কোর্ট ম্যারেজ’-এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে মনিরুল নাজনীনকে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ব্যাপারে টালবাহানা শুরু করেন।
একপর্যায়ে মনিরুল বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার শর্তে নাজনীনের নিকট ২০ লক্ষ টাকা যৌতুক দাবী করেন। তারই প্রেক্ষিতে নাজনীন এই মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এবং আসামী পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন শামীম।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vwAwPh
August 28, 2017 at 09:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন